Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

সারাবাংলা ডেস্ক
২১ এপ্রিল ২০২৩ ২৩:১৩

ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (২২ এপ্রিল) সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

শুক্রবার (২১ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আগামীকাল সকাল ১০টা থেকে তার সরকারি বাসভবন গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।’

তিন বছর বিরতির পর প্রধানমন্ত্রী দলের নেতাকর্মী এবং কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন শেখ হাসিনা।

পরে তিনি সকাল ১১টা থেকে বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

উল্লেখ্য, কোভিড-১৯ মহামারির কারণে ২০২০, ২০২১ এবং ২০২২ সালে শুভেচ্ছা বিনিময় বন্ধ ছিল।

সারাবাংলা/পিটিএম

ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর