Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইল ফোন কিনতে গিয়ে বাসচাপায় ৪ যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৩ ২২:২৫

গাইবান্ধা: মোবাইল ফোন কিনতে গোবিন্দগঞ্জ যাওয়ার পথে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে চার যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। পুলিশ চালককে আটক ও বাসটি জব্দ করেছে।

শুক্রবার (২১ এপ্রিল) ইফতারের কিছুক্ষণ আগে গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- গোবিন্দগঞ্জের সিএনজি চালক আব্দুল লতিফ, পলাশবাড়ীর মেরির হাটের ইদ্রিস ও রোহান। নিহদের মধ্যে আরেকজনের পরিচয় জানা যায়নি। এছাড়া, আহত তুহিন মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানান, ইফতারের কিছুক্ষণ আগে পলাশবাড়ি থেকে চার জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা গোাবিন্দগঞ্জের দিকে আসছিল। পথে রংপুরগামী যাত্রীবাহী একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ চার জন নিহত হন, আহত হন একজন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় বাসচালককে আটক করে পুলিশ। এছাড়া বাসটিকে জব্দ করা হয়েছে। নিহতদের লাশ হাইওয়ে থানায় আনা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ মোবাইল ফোন যুবক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর