Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রী-এমপিরা চট্টগ্রামে, জনসংযোগে পার করবেন ঈদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৩ ২১:২৫

চট্টগ্রাম ব্যুরো: ঈদুল ফিতর উদযাপনে নিজ নিজ নির্বাচনি এলাকায় পৌঁছেছেন চট্টগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে শেষ ঈদুল ফিতরে মন্ত্রী-এমপিসহ আওয়ামী লীগের নেতারা এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জনসংযোগকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেকমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিজ নির্বাচনি এলাকা মীরসরাইয়ের ধুম ইউনিয়নে শান্তিহাট মাদরাসার ঈদগাহে ঈদের নামাজে আদায় করবেন। কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ শুক্রবার (২১ এপ্রিল) চট্টগ্রামে পৌঁছেছেন। রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নে নিজ বাড়িতে এবার ঈদ উদযাপন করবেন।

বিজ্ঞাপন

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী চৌধুরী জাবেদ ঈদের নামাজ আদায় করবেন আনোয়ারার হাইলধর গ্রামে বাড়ির মসজিদে। জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী পটিয়ার শোভনদন্ডী ইউনিয়নে নিজ বাড়িতে ঈদ উদযাপন করবেন।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রায় এক সপ্তাহ ধরে চট্টগ্রামে নিজ নির্বাচনি এলাকায় অবস্থান তিনি জমিয়তুল ফালাহ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বহদ্দারহাট জামে মসজিদের ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন।

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী রাউজানের গহিরায় নিজ বাড়িতে ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম হাটহাজারী শিকারপুর ইউনিয়নে, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম সাতকানিয়ায় গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করবেন।

বিজ্ঞাপন

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে নামাজ আদায় করবেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন উত্তর কাট্টলীতে নিজ বাড়িতে ঈদ উদযাপন করবেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান সাতকানিয়ার খাগরিয়ায় নিজ গ্রামে ঈদ করবেন।

নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন সারাবাংলাকে বলেন, ‘আওয়ামী লীগ গণমানুষের দল। আমাদের নেতাকর্মীরা প্রতিটি উৎসবে-অনুষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে থাকেন। এবার মাননীয় প্রধানমন্ত্রী জনসংযোগ করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার নির্দেশনা দিয়েছেন। নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ঈদুল ফিতর উদযাপন করব।’

সারাবাংলা/আরডি/পিটিএম

ঈদ চট্টগ্রাম নেতা

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর