Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পবিত্র ঈদুল ফিতর শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৩ ১৯:২২ | আপডেট: ২১ এপ্রিল ২০২৩ ২৩:২২

ঢাকা: বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (২২ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ফরিদুল হক খান।

শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে এদিন মাগরিবের নামাজের পর জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী।

সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত হয় যে, আজ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার থেকে পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে এবং আগামীকাল ১ শাওয়াল শনিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

এদিকে, প্রেস রিলিজে চাঁদ দেখার স্থান না থাকলেও ইসলামিক ফাউন্ডেশনের একজন কর্মকর্তা জানিয়েছেন দিনাজপুর ও কুড়িগ্রামে চাঁদ দেখা গেছে।

চাঁদ দেখার মধ্য দিয়ে এক মাস ধরে সিয়াম সাধনা শেষ হলো। পবিত্র ঈদুল ফিতর শুরু হবে নামাজ আদায়ের মধ্য দিয়ে। এদিন জাতীয় ঈদগাহে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়া, প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান এবং মুকাব্বির হিসেবে থাকবেন কারি মো. ইসহাক মুয়াজ্জিন। এরপর পর্যায়ক্রমে বাকি চারটি জামাত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুক্রবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশেরও বেশ কয়েকটি জায়গায় ঈদ উদ্‌যাপন করা হচ্ছে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

ঈদুল ফিতর

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর