Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৮ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ১২ হাজার মোটরসাইকেল পারাপার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৩ ১৮:২১

মুন্সিগঞ্জ: দীর্ঘ প্রায় সাড়ে ৯ মাস বন্ধ থাকার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে ফের পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। জানা গেছে, পদ্মা সেতু দিয়ে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ২৮ ঘণ্টায় প্রায় ১২ হাজার মোটরসাইকেল পাড়ি দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পদ্মা সেতু উত্তর থানা মোড় থেকে সারিবদ্ধভাবে টোলপ্লাজায় পৌঁছে নির্ধারিত টোল দিয়ে সেতুতে উঠতে পারছে মোটরসাইকেল আরোহীরা। নির্ধারিত লেনসহ মাওয়া টোল প্লাজার দু’টি বুথ দিয়ে আদায় করা হচ্ছে টোল। নাড়ির টানে বাড়িফেরা মোটরসাইকেল আরোহীরা পদ্মা সেতু দিয়ে গন্তব্যের উদ্দেশে ছুটে চলছে। সেতু দিয়ে পার হতে পেরে বাইকারদের মাঝে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস ও চোখে মুখে আনন্দের যেন কমতি নেই।

বিজ্ঞাপন

অপরদিকে, পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দক্ষিণ অঞ্চলের ২১ জেলার যাত্রীবাহী ও ব্যক্তিগত যানবাহন কোনো বাধা জট ছাড়াই পদ্মা সেতু পাড়ি দিয়ে যার যার গন্তবে ছুটে চলছে। এতে করে স্বস্তি প্রকাশ করেছে দক্ষিণ অঞ্চলের সাধারণ মানুষ।

সেতু সংশ্লিষ্টরা জানান, সকাল থেকে মোটরসাইকেল ও যাত্রীবাহী যানবাহনের কিছুটা চাপ ছিল। তবে দ্রুত টোল আদায়ের ফলে চাপ কমে গেছে। বর্তমানে কোনো যানবাহনকে সেতুর টোল প্লাজায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। যানবাহন আসার সঙ্গে সঙ্গে টোল পরিশোধ করে সেতু পাড়ি দিচ্ছে।

এছাড়া, সেতু এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়ন রয়েছে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার চিত্র দেখা যায়নি। স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে পদ্মা সেতুতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ পদ্মা সেতু মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর