উত্তরা ইউনিভার্সিটির নতুন ভিসি ড. ইয়াসমীন আরা লেখা
২১ এপ্রিল ২০২৩ ১৭:০৭ | আপডেট: ২১ এপ্রিল ২০২৩ ১৭:০৯
ঢাকা: উত্তরা ইউনিভার্সিটির নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রথিতযশা শিক্ষাবিদ অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট-২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখাকে উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।
শুক্রবার (২১ এপ্রিল) উত্তরা ইউনিভার্সিটির পিআর ইনচার্জ প্রদীপ্ত মোবারক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কর্তৃক প্রস্তাবিত অধ্যাপকদের মধ্য থেকে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখাকে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য নিয়োগের আদেশ দেন।
নতুন উপাচার্য ড. ইয়াসমীন আরা লেখা অধ্যাপক ড. এম আজিজুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। এর আগে তিনি উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
সারাবাংলা/জিএস/ইআ