Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৩ ১৫:৪৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২৩ ২৩:২৯

ঢাকা: শুক্রবার (২১ এপ্রিল) মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে আজ চাঁদ দেখা গেলে শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২১ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে জাতীয চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দেশের কোথাও চাঁদ দেখা গেলে শনিবার ঈদুল ফিতরের ঘোষণা আসবে। আর চাঁদ দেখা না গেলে রোববার (২২ এপ্রিল) দেশে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।’

শুক্রবার চাঁদ দেখা গেলে এবার রমজান মাস ২৯ দিন হবে। আর চাঁদ দেখা না গেলে রোজা ৩০ দিন পূর্ণ হবে।

এর আগে, আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়, শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে সাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। ওই দিন চাঁদ আকাশে ৫৩ মিনিট স্থায়ী হবে। তবে আবহাওয়া অধিদফতরের এই বক্তব্যকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সারাবাংলা/ইউজে/ইআ

চাঁদ দেখা কমিটির বৈঠক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর