Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসড়কে ২ বাসের সংঘর্ষ: প্রাণ গেল ২ জনের

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৩ ১৩:১১ | আপডেট: ২১ এপ্রিল ২০২৩ ১৩:৪৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (২১ এপ্রিল) সকালে উপজেলার হারিণখাইনে চট্টগ্রাম-কক্সাবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানিয়েছেন।

নিহত দু’জন হলেন- শাহীদা (২৮) ও আব্দুল হামিদ (৩২)।

আহতরা হলেন- আসিকা (২৫), ফোরকান উদ্দিন (২৭), মোহাম্মদ আরিফ (২২), এনামুল হক (২৭), আবুল কালাম (৫২) এবং তিন মাস বয়সী শিশু ইকামনি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে বলেন, ‘সকাল সাড়ে ১০টায় আহত অবস্থায় আটজনকে হাসপাতালে আনা হয়। চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকিদের বিভিন্ন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে তিনমাস বয়সী এক শিশুও আছেন। তাকে শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’

পটিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক স্নেহাংশু বিকাশ সরকার জানান, কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরমুখী হানিফ পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী নবী ট্রাভেলসের একটি বাসের সংঘর্ষ হয়।

‘উভয় বাস দ্রুতগতিতে চলছিল। একটি আরেকটিকে সাইড দিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়ে রাস্তার দুই পাশে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হয়।’

ঘটনাস্থলে যাওয়া পটিয়া ফায়ার সার্ভিসের লিডার প্রদীপ ত্রিপুরা জানান, আটজনকে বাস থেকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল।

সারাবাংলা/আরডি/ইআ

২ বাসের সংঘর্ষ