বিকেল থেকে যাত্রীদের চাপ বেড়েছে সদরঘাটে
২০ এপ্রিল ২০২৩ ২২:০৬
ঢাকা: ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে সদরঘাটে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেল থেকে সদরঘাটে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের সংখ্যা বাড়তে থাকে।
এদিন সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল এক রকম ফাঁকাই ছিল। কিন্তু বিকেলের পর পাল্টাতে থাকে দৃশ্যপট।
বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সদরঘাট নৌ ট্রাফিক বিভাগের হিসাব অনুযায়ী এদিন সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ৬৩টি লঞ্চ সদরঘাট ছেড়ে যায়। একই সময়ে ঘাটে প্রবেশ করে ৭৪টি লঞ্চ।
এদিন দুপুরের পর থেকে সদরঘাটে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। টার্মিনালে দায়িত্বরত বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক একেএম বেলায়েত হোসেন সারাবাংলাকে বলেন, ‘সকালে যাত্রীদের তেমন চাপ ছিল না। তবে বিকেলের পর থেকে বেড়েছে।’
বিকেলে সদরঘাটে লঞ্চ টার্মিনাল দায়িত্বরত নৌপুলিশের সদর দফতরের পুলিশ সুপার মো. আজিজুল ইসলামের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। সারাবাংলাকে তিনি বলেন, ‘সকাল থেকে স্বাভাবিকভাবে ঘরমুখো যাত্রীরা নির্বিঘ্নে লঞ্চ ভ্রমণ করতে পারছে। এখন পর্যন্ত টার্মিনালে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। লঞ্চ টার্মিনালে সবধরনের নিরাপত্তার জন্য নৌপুলিশ সর্বদা তৎপর রয়েছে।’
টার্মিনালে দায়িত্বরত বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ সারাবাংলাকে বলেন, ‘সকাল থেকে নিয়ম মেনেই বেশিরভাগ লঞ্চ টার্মিনাল ছেড়ে গেছে। তবে কয়েকটি লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠানোর চেষ্টা করলে আমাদের তৎপরতায় তা আর পারেনি। কোনো লঞ্চ যদি অতিরিক্ত যাত্রী বহন করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আশা করছি ঘরমুখো সব মানুষ নিরাপদে বাড়ি ফিরে পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ করতে পারবেন।’
সারাবাংলা/কেআইএফ/পিটিএম