স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
স্পেশাল করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৩ ১৭:১১ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ১৭:২৯
২০ এপ্রিল ২০২৩ ১৭:১১ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ১৭:২৯
ঢাকা: বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি অনুমোদন করেন।
গত বছর ৫ সেপ্টেম্বর এস এম জিলানীকে সভাপতি এবং রাজিব আহসানকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ঘোষিত আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য পদসহ ২৫১ সদস্যের মধ্যে ২১৩ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।
বিভাগীয় পদসহ বাকি পদগুলো পরে ঘোষণা করা হবে বলে বিএনপির দফতর থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটির তালিকা-
সারাবাংলা/এজেড/পিটিএম