Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৩ ১৩:০৩ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ১৪:০৫

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাশে শিবপুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কেয়া পরিবহন নামের একটি বাস ফুলবাড়ির দিকে যাচ্ছিল আর নবাবগঞ্জ থেকে একটি অটোরিকশা দিনাজপুরের দিকে আসছিল। শিবপুরি এলাকায় পৌঁছালে তাদের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ঘটনাস্থলে অটোরিকশায় থাকা দুই শিশু নিহত হয়। শিশু দু’টির বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর হবে। অটোরিকশা চালকসহ চারজনকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জন মারা যান।

চিরিরবন্দর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ জানান, নিহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। পেলে বিস্তারিত জানানো হবে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ নিহত ৪ বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর