Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৩ ০৯:১৬ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ১৪:৫৬

পদ্মাসেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু। ছবি: হাবিবুর রহমান

মুন্সীগঞ্জ: ঈদকে সামনে রেখে শর্তসাপেক্ষে পরীক্ষামূলকভাবে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চালাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে পদ্মা সেতুর বাম পাশের সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু হয়।

তবে টোল প্লাজায় তেমন চাপ নেই বললেই চলে।

পদ্মা সেতুতে মোটরসাইকেলের গতি হবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার। নিয়ম ভাঙলে জরিমানা করা হবে এবং প্রয়োজনে আবারও বন্ধ করে দেওয়া হবে এ সুবিধা।

উল্লেখ, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হয়। গত বছর ২৭ জুন সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।

এরপর গত মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে গণভবনে উপস্থিত সাংবাদিকদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ২০ এপ্রিল সকাল ছয়টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করতে পারবে। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে পদ্মা সেতুর বাম পাশে সার্ভিস লেন দিয়ে চলবে মোটরসাইকেল। স্পিড লিমিট ঘণ্টায় থাকবে ৬০ কিলোমিটার।

সারাবাংলা/এমও

পদ্মা সেতু মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর