Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সার্বিক উন্নয়ন হয়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৩ ২৩:৫৫

বাগেরহাট: বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দক্ষিণাঞ্চলসহ দেশের সার্বিক উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে হয় না। তারা মোংলা বন্দর অচল করে দেয়। তাই আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাগেরহাটের চারটি আসন আমরা উপহার দিতে চাই।

বুধবার (১৯ এপ্রিল) বিকেলে বাগেরহাট পৌরসভা হলরুমে অসহায়, দরিদ্র ও দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শেখ হেলাল বলেন, ‘বিএনপি-জামায়াতের অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সজাগ করতে হবে। সেজন্য ঈদের পর থেকে সাধারণ মানুষের কাছে যেয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন-অগ্রগতির চিত্র তুলে ধরতে হবে।’ এ সময় তিনি নির্বাচন ও দেশের স্বার্থে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাগেরহাট-২ আসনের এমপি ও শেখ হেলালের ছেলে শেখ সারহান নাসের তন্ময় বলেন, ‘দলীয় নেতাকর্মীরা এক থাকলে আওয়ামী লীগকে কেউই পরাজিত করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ফের ক্ষমতায় আনতে দলীয় নেতাকর্মীরা এক হয়ে কাজ করতে হবে।’

বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিন, সাবেক এমপি মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু প্রমুখ।

উল্লেখ্য, এদিন বাগেরহাট পৌরসভা, ফকিরহাট উপজেলায় মুলঘর, লকপুর ও পিলজং ইউনিয়েনে দরিদ্র ১৪ হাজার মানুষের জন্য ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করেন শেখ হেলাল।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

শেখ হেলাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর