Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৩ ২৩:৩১

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার রেলগেটে ট্রেনে কাটা পড়ে আহম্মদ (৫৫) নামে এক গোডাউন শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান জানান, বিকেলে খবর পান, কারওয়ান বাজার রেলগেটে এক ব্যক্তি টেনে কাটা পড়েছেন। তখন ঘটনাস্থলে থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাম পা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এছাড়া মাথায়ও আঘাত ছিল। ওই ব্যক্তির মৃতদেহ মর্গে রাখা হয়েছে। রেলওয়ে থানা পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।

নিহত ব্যক্তির ছেলে মো. সুজন জানান, তাদের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে। বর্তমানে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের পাশে থাকেন।

সুজন আরও জানান, তার বাবা তেজগাঁওয়ে একটি চালের গোডাউনে শ্রমিকের কাজ করতেন। বিকেলে কাজের ফাঁকে হাঁটতে হাঁটতে কারওয়ান বাজার রেলগেট এলাকায় গিয়েছিলেন। কানে কম শুনতেন তিনি। সেখানে রেললাইন দিয়ে হাঁটার সময় একটি ট্রেনের নিচে কাটা পড়েন।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

কারওয়ান বাজার শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর