নাড়ির টানে ঢাকা ছাড়ছে মানুষ, প্রবেশমুখে তীব্র যানজট
১৯ এপ্রিল ২০২৩ ২০:০৪ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ ২১:৪৬
ঢাকা: ঈদে নাড়ির টানে ঢাকা ছাড়ছে মানুষ। রাজধানীর প্রবেশমুখগুলোতে বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যাওয়া ও ফেরত আসা গাড়ির চাপ ক্রমশ বাড়ছে। ফলে দেখা দিয়েছে তীব্র যানজট।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরের পর থেকে রাজধানীর ধোলাইপার থেকে পোস্তগোলা সেতু, শনির আখড়া থেকে সানার পাড়, শ্যামলী থেকে গাবতলী, উত্তরা বিমানবন্দর সড়ক থেকে আব্দুল্লাপুর এবং যাত্রাবাড়ী থেকে ডেমরা সড়ক পর্যন্ত গাড়ির প্রবল চাপ লক্ষ্য করা গেছে।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি হতেই রাজধানীর বেশিরভাগ মানুষ একসঙ্গে বাড়ি যেতে শুরু করেছে। এজন্য বুধবার দুপুরের সড়কে তীব্র যানজট দেখা দেয়, যা এখনো অব্যাহত আছে। এই গাড়ির চাপ ঈদের দুই দিন আগে হয়ে থাকে।
যাত্রীরা বলছেন, আগে ঈদের ছুটিতে বেশিরভাগ মানুষ ট্রেনে চেপে বাড়ি ফিরতেন। কিন্তু এবার ট্রেনে টিকিট ছাড়া প্লাটফর্মে প্রবেশ করতে না দেওয়ায় অনেকেই সড়কপথে বাড়ি যাচ্ছেন। কেউ বাসে, কেউ মাইক্রোবাসে, কেউ প্রাইভেটকারে আবার কেউ মোটরসাইকেলে চেপে বাড়ি যাচ্ছেন। এজন্য সড়কে গাড়ির চাপ বেড়েছে। এতে সড়কে যানজট দেখা দিয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) ২৭তম রোজা শেষ। বৃহস্পতিবার ২৮ ও শুক্রবার ২৯তম রোজা পালিত হবে। সেই হিসেবে এবারের রমজান মাস ২৯ রোজার হলে শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আর ৩০ তম রোজা পূর্ণ হলে ঈদ একদিন পিছিয়ে ২৩ এপ্রিল রোববার অনুষ্ঠিত হবে।
ঢাকার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এবারে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে শুক্রবার (২১ এপ্রিল)। সেই হিসেবে শনিবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার কথা। আর ওই হিসাব ধরেই বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে। ঘরমুখী যাত্রীরাও সেই হিসাব করেই বাড়ির দিকে ছুটছেন। তবে কোনো কারণে ঈদ একদিন পিছিয়ে গেলে তাৎক্ষণিক টিকিট বিক্রির কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ ও পরিবহন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান সারাবাংলাকে বলেন, ‘গাড়ির চাপ রয়েছে। তবে একেবারে থেমে নেই। ধীরগতিতে গাড়ি চলছে। রাজধানীর প্রবেশমুখগুলো পার হলেই গাড়ি মোটামুটি গতিতেই চলছে। ঈদে সড়কে গাড়ির চাপ থাকবে এটা অস্বাভাবিক কিছু না।’
তিনি বলেন, ‘রাজধানীতে বুধবার সড়কে অন্তত পাঁচ হাজার ট্রাফিক পুলিশ সদস্য কাজ করছে। দিনে ও রাতে তারা দায়িত্ব পালন করছেন।’
ডিএমপির ট্রাফিক বিভাগের (উত্তর) যুগ্ম কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ বলেন, ‘উত্তরা থেকে বের হওয়ার জন্য দু’টি পথ রয়েছে। আশুলিয়া ও গাজীপুর সড়ক দিয়ে বেশিরভাগ গাড়ি বের হয়ে থাকে। এবারও তাই হচ্ছে। আজ সড়কে গাড়ির চাপ রয়েছে। তবে আগামীকাল থেকে গার্মেন্টস ছুটি হলে এই চাপ তিনগুণ হয়ে যাবে। আজ গাড়ির চাপ থাকলেও অনেকটা ধীরগতিতে চলছে।’
এদিকে, ডিএমপির ট্রাফিক বিভাগের (দক্ষিণ) যুগ্ম কমিশনার এস এম মেহেদী হাসান বলেন, ‘বুধবার দুপুরের পর সড়কে গাড়ির চাপ শুরু হয়। সবচেয়ে বেশি চাপ দেখা যায় পোস্তগোলা সেতু হয়ে মাওয়া সড়কে। শুধু প্রবেশ গেটই নয়, সদরঘাটমুখী গুলিস্তান সড়ক ও বিমানবন্দরগামী ঢাকা-ময়মনসিংহ সড়কও এই মুহূর্তে ব্যস্ত রয়েছে।’
সারাবাংলা/ইউজে/পিটিএম