Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার শশীদলে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৩ ১৯:২২

ঢাকা: কুমিল্লার শশীদলে ঢাকা থেকে চট্টগামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেন লাইনচ্যুত হলেও মেইন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আরেকটি ইঞ্জিন আসার পর কর্ণফুলী ট্রেনটি গন্তব্যস্থলে রওনা হবে।

বুধবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে বলে সারাবাংলাকে নিশ্চিত করেন রেলওয়ে বিভাগের সিনিয়র উপ সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার। তিনি বলেন, ‘যাত্রীদের কারও কোনো ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর বগিগুলো টেনে নিয়ে আরেকটি ইঞ্জিনের সঙ্গে সংযোগ দেওয়ার পর কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেন বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল স্টেশনের লুপ লাইনে এলে ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়।

সারাবাংলা/এসবি/পিটিএম

লাইনচ্যুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর