Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৩ ১৬:০৯

মোটরসাইকেল দুর্ঘটনা [প্রতীকী ছবি]

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলায় ট্রাক্টর চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে রামচন্দ্রপুর হাটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মতিউর রহমান (৪০)। তিনি উপজেলার কৈপুকুরিয়া গ্রামের মুন্তাজ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পবা থানার অফিসার ইনচার্জ রফিকুল হক। তিনি জানান, বুধবার দুপুরে কৈপুকুরিয়া থেকে রাজশাহী শহরের দিকে আসছিলেন মতিউর রহমান। রামচন্দ্রপুর হাটে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মতিউর রহমানকে ধাক্কা দেয়। এ সময় ট্রাক্টরের একটি চাকা তার মাথার ওপরে উঠে যায়। ঘটনাস্থলে তিনি মারা যান।

তিনি আরও জানান, মতিউর রহমানের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক্টরটি চাপা দিয়ে পালিয়ে গেছে। তাদের আটক করার চেষ্টা চলছে। পরিবার এখনও মামলা করেনি।

সারাবাংলা/ইআ

ট্রাক্টর চাপা মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর