ফিটনেসবিহীন বাস রাঙানো হচ্ছে নতুন রূপে, দুর্ঘটনার আশঙ্কা
১৯ এপ্রিল ২০২৩ ১১:৩৬ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ ১১:৫৭
রংপুর: ঈদুল ফিতরে যাত্রী পরিবহনে উত্তরের জেলা রংপুর থেকেই লক্কর-ঝক্কর বাসকে নতুন রূপে নামানো হচ্ছে সড়ক-মহাসড়কে। এ লক্ষ্যে জেলার ওয়ার্কশপগুলোতে দিন-রাত ধরে চলছে পুরনো ও ফিটনেসবিহীন গাড়ি মেরামত। তবে বিশেষজ্ঞরা বলছেন, নানা রঙে রঙিন এসব বাস সড়ক-মহাসড়কে দাপিয়ে বেড়ানোতে দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেবে বহুগুণে। তবে বিআরটিএ ও হাইওয়ে পুলিশ বলছে, ফিটনেসবিহীন বাসের বিষয়ে কোনো ছাড় নেই।
রংপুর শহরের ওয়ার্কশপগুলো ঘুরে দেখা যায়, লক্কর-ঝক্কর ও পড়ে থাক বাসগুলোর বিভিন্ন অংশ ঝালাই দিয়ে তৈরি করছেন গাড়ির বডি। কেউ খুটিয়ে খুটিয়ে বাসের বডি থেকে রঙ তুলছেন আবার কেউ প্রলেপ দিচ্ছেন রঙের। কেউ আবার সিট পরিস্কার করতে ব্যস্ত। এমন কর্মযজ্ঞ রংপুর শহরের অর্ধশত ওয়ার্কশপের চিত্র। লক্ষ্য আসন্ন ঈদে ঘরমুখী যাত্রীদের নজর কাঁড়ার। এ জন্য দিন-রাত কাজ করে ফিটনেসবিহীন এসব গাড়ি মেরামত করছেন শ্রমিকরা। যেন দম ফেলার ফুরসত নেই তাদের। যাত্রী আনা-নেওয়ার জন্য এসব বাসই চোখ ধাঁধানো রঙ লাগিয়ে নামানো হবে সড়ক-মহাসড়কে।
নগরির টার্মিনাল এলাকার বাবুল ওয়ার্কশপের কর্মী সাইফুল ও বকুল জানান, ঈদকে সামনে রেখে অনেক বাস মালিক এখানে বাস ঠিকঠাক করিয়ে রাস্তায় নামানোর প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু সামনে একটা ভালো ব্যবসা করার মৌসুম আছে তাই গাড়িতে নতুন করে কালার করিয়ে নিচ্ছেন। বাসে যেসব সমস্যা আছে সেগুলো ঠিকঠাক করিয়ে নিচ্ছেন।
বসুন্ধারা পরিবহন ও চুড়ামনি বাসের মালিকরা জানান, সামনে ঈদ এ জন্য সকলেই চায় নতুন চকচকে বাসে করে যাত্রা করতে। এ জন্য বাস মালিকরা তাদের বাসগুলো নতুনেরে মতো করতে ওয়ার্কশপে এনে বাস মেরামত করিয়ে নিচ্ছেন।
তবে হাজার হাজার গাড়ির মধ্যে ফিটনেসবিহীন বাসও চলবে ঈদযাত্রায় যা জীবনের জন্য ঝুঁকি। তাই এসব বাস বন্ধের দাবি বাস মালিক-শ্রমিকদের।
রংপুর থেকে রাজশাহীগামী আগমনী পরিবহনের চালক ওবায়দুল ইসলাম বলেন, ‘ঈদের সময় ফিটনেসবিহীন বাস ও লাইসেন্সবিহীন চালক বেশি নামে। এ জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যেন এসব বাস সড়কে নামতে না পারে।’
সড়ক বিশেষজ্ঞ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান রিপন বলেন, ‘এসব ফিটনেসবিহীন গাড়ি সড়ক-মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেবে বহুগুণে। এতে করে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। এ জন্য এসব ফিটনেসবিহীন বাস ওয়ার্কশপ থেকে মহাসড়কে ওঠার আগেই প্রশাসনের নজরদারি বাড়ানোর প্রয়োজন।’
তিনি বলেন, ‘ঈদকে কেন্দ্র করে অদক্ষ চালক মহাসড়কে বেশি দেখা যায়। এদের দ্বারা মূলত দুর্ঘটনা বেশি ঘটে। তাই বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার উদ্যোগ নিতে হবে।’
রংপুর বিআরটিএ’র সহকারী পরিচালক ফারুক আলম বলেন, ‘ফিটনেসবিহীন বাস চলাচল এসব ঠেকাতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জেলায় মোট ৫৩৪ বাস ও মিনিবাসের ফিটনেস সনদ রয়েছে।’
ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে যাতে চলতে না পারে সে জন্য কঠোর নজরদারির কথা জানান রংপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার জাহিদুর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘ফিটনেসবিহীন বাস ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হচ্ছে।’
সারাবাংলা/ইআ