Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাই‌লে ট্রেনে কাটা প‌ড়ে মা-মে‌য়েসহ নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৩ ১০:৫৬

টাঙ্গাইল: টাঙ্গাইলের কা‌লিহাতীতে ট্রেনে কাটা প‌ড়ে মা-মে‌য়েসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (১৯ এ‌প্রিল) ভোর সা‌ড়ে ৫টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের পা‌শে উপ‌জেলার মীরহামজানী এলাকায় এই ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- ভূঞাপুর উপ‌জেলার নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা-মেয়ে।

নিহতের স্বজনরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে যাকাতের জন্য সল্লা যাচ্ছিলেন হতাহতরা। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা মেয়েসহ চারজনের মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-প‌রিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, ভোরে নিহত চারজন নারী রেললাই‌নের ওপর দি‌য়ে হে‌টে যা‌চ্ছিলেন। এ সময় একতা এক‌প্রেস ট্রেনে কাটা প‌ড়ে ওই চারজন নিহত হন। মর‌দেহ উদ্ধা‌রে কাজ কর‌ছে পু‌লিশ।

সারাবাংলা/ইআ

ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর