Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিচালকের বিরুদ্ধে নায়ক রিয়াজের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৩ ১৭:২৩ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ১৭:৩৪

ঢাকা: পরিচালক হারুনুর রশীদ কাজল ওরফে জ্যাম্বস কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ।

রোববার (১৬ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম জুলফিকার হায়াতের আদালতে মামলাটি দায়ের করেন রিয়াজ।

মঙ্গলবার (১৮ জুলাই) সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারিশামীম আল মামুন মামলার বিষয়টি জানান।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১৩ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

রিয়াজ আহমেদের বিরুদ্ধে গত ১ এপ্রিল ‘প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছিলেন হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল) নামের এক পরিচালক।

রিয়াজ বলেন, ‘তিনি আমাকে নোংরা উপাধি দিয়েছেন, আমি মনে করি এগুলোতে আমার সম্মানহানি হয়েছে। শুরুতে বলেছিলাম এসবের বিরুদ্ধে মামলা করবো। আমি আমার কথা রেখেছি। তিনি (কাজল) মনে করেন, নানান বানোয়াট তথ্য উপস্থাপন করে কেউ কেউ এগুলোকে ব্ল্যাকমেইল এর টোপ হিসেবে ব্যবহার করতে পারেন।’

এসব ঘটনা যেন আগামীতে না ঘটে সেই কারণে রিয়াজ তার সঙ্গে ঘটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন বলেও জানান তিনি।

সারাবাংলা/এআই/ইআ

নায়ক রিয়াজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর