Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেকর্ড উৎপাদনেও লোডশেডিং, দুঃখ প্রকাশ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৩ ১৬:৩৮ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ১৮:১১

ঢাকা: সপ্তাহের ব্যবধানে তিন বার বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে বাংলাদেশ। তারপরেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং দেখা যাচ্ছে। তাপদাহের পাশাপাশি বিদ্যুৎ সংকটে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। রেকর্ড পরিমান উৎপাদনের পরেও অনাকাঙ্খিত লোডশেডিংয়ের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানান।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ‘এ বছর গ্রীষ্ম, সেচ মৌসুম এবং রোজা একসঙ্গে হওয়াতে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌছাবে সেটা আমরা আগেই ধারনা করেছিলাম। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আমরা আমাদের পূর্ব প্রস্তুতির স্বাক্ষরও রেখেছি। কিন্তু গত ৫০ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙ্গে বর্তমানে যে নজিরবিহীন দাবদাহ চলছে তাতে ধারনার চেয়েও বিদ্যুতের চাহিদা অনেক বেশি বেড়েছে। ফলে দেশের অনেক জায়গায় লোডশেডিং করতে হচ্ছে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বয়স্কদের প্রচন্ড কষ্ট হচ্ছে। এ অনাকাঙ্ক্ষিত দুর্ভোগের জন্য আমরা আন্তরিক সহমর্মিতা ও দুঃখ প্রকাশ করছি।’

এমন পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ বিভাগ কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘আশা করছি খুব শীঘ্রই আবারও স্বস্তিদায়ক পরিবেশ ফিরে আসবে। ধৈর্য ধারণের জন্য গ্রাহকদের ধন্যবাদ জানাই।’

সারাবাংলা/জেআর/ইআ

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর লোডশেডিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর