Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিই ৫০ পর্যন্ত মার্জিন ঋণ পাবেন বিনিয়োগকারীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৩ ১৬:৩১

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির মূল্য আয় অনুপাত (পিই) ৫০ পর্যন্ত হলেও মার্জিন ঋণ পাবেন বিনিয়োগকারীরা। তবে শর্ত হচ্ছে কোম্পানির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা কিংবা তার বেশি হতে হবে। পাশাপাশি সর্বশেষ তিন বছর ‘এ’ ক্যাটাগরিতে থাকতে হবে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সই করা এই নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

বিএসইসির নির্দেশনায় বলা হয়, বিএসইসির ডিরেক্টিভ নং- BSEC/CMRRCD/২০০৯-১৯৩/৫৭- যেখানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এখন থেকে ‘কমিশন’ হিসেবে উল্লেখ করা হয়েছে) এটি উপযুক্ত বলে মনে করে যে, বিনিয়োগকারীদের স্বার্থে এবং সিকিউরিটিজ বাজারের উন্নয়নের জন্য কিছু নির্দেশনা স্টক এক্সচেঞ্জে জারি করা হবে।

তাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ (অর্ডিন্যান্স নং XVII অব ১৯৬৯) এর ধারা ২০-এ দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগে কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিকে এ বিষয়ে নির্দেশনা দেয়।

উল্লেখ্য, বিদ্যমান নিয়ম অনুযায়ী ৪০ পিইর বেশি থাকা কোনো কোম্পানিকে মার্জিন ঋণ দেওয়া হয় না।

সারাবাংলা/জিএস/পিটিএম

মার্জিন ঋণ

বিজ্ঞাপন

টি-২০তে সবার আগে ৮ হাজারে তামিম
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩

আরো

সম্পর্কিত খবর