পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল
সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৩ ১৪:৫৩ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ১৪:৫৬
১৮ এপ্রিল ২০২৩ ১৪:৫৩ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ১৪:৫৬
ঢাকা: প্রধানমন্ত্রীর নির্দেশে ২০ এপ্রিল সকাল ছয়টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করতে পারবে। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে পদ্মা সেতুর বাম পাশে সার্ভিস লেন দিয়ে চলবে মোটরসাইকেল। স্পিড লিমিট ঘণ্টায় থাকবে ৬০ কিলোমিটার।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে গণভবনে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে, সকালে একনেক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতির বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি জানান, পরীক্ষামূলকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে। কোনভাবেই সার্ভিস লেনের বাইরে মূল সেতুতে মোটরসাইকেল আসতে পারবে না।
নির্ধারিত হারে টোল দিতে হবে। যদি নিয়ম না মানে তাহলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি।
সারাবাংলা/এনআর/এমও