শেষ কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ
১৮ এপ্রিল ২০২৩ ১৪:৪৫ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ১৫:৫৩
ঢাকা: ঈদের বাকি এখনও তিন দিন। কিন্তু মাঝে শবে কদরের ছুটির সঙ্গে একদিনের বাড়তি ছুটি ঘোষণা হওয়ায় এ বছর টানা ঈদের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সে হিসেবে এবার ঈদের আগে মঙ্গলবারই (১৮ এপ্রিল) শেষ কর্মদিবস। ছুটি শুরুর আগেই শেষ কর্মদিবসে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে এরইমধ্যে ছুটির আমেজ দেখা যাচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি দেখা গেলেও অনেক মন্ত্রীই অফিস করেননি।
সচিবালয় ঘুরে দেখা গেছে, প্রতিটি মন্ত্রণালয়েই ছুটির আমেজ। কর্মকর্তারা দিনের শুরুর ভাগেই জরুরি নথিপত্রে স্বাক্ষর করে অনেকে বের হয়ে গেছেন। যারা আছেন তারাও হাতের কাজ দ্রুত শেষ করছেন।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, ভূমি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়সহ সচিবালয়ের বিভিন্ন দফতর ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে।
ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা নিজের মধ্যে শুভেচ্ছা বিনিময় করছেন। সচিবালয়ে গাড়ি পার্কিংয়ের স্থানগুলো ছিলো অন্য দিনের মতোই গাড়িতে ঠাঁসা ছিলো। অভ্যর্থনা কক্ষেও সচিবালয়ে প্রবেশের জন্য দর্শনার্থীদের উপস্থিতি দেখা গেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনি বা রোববার (২২ বা ২৩ এপ্রিল) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সারাবাংলা/জেআর/এমও