Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে জাল নোটসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৩ ১৩:৫৫

জয়পুরহাট: জয়পুরহাটে প্রায় সাড়ে ৩ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার তেঁতুলতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার নাকুরিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে রিমন হোসেন এবং একই গ্রামের নুরুজ্জামানের ছেলে রনি মন্ডল।

জয়পুরহাট র‌্যাব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, জাল নোট চক্রের আটক সদস্যরা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিপুল পরিমাণে জালটাকা তৈরি করে মার্কেটেগুলোতে ছড়িয়ে দিতে কাজ করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি এক হাজার টাকার জাল নোটের বান্ডিলসহ দুইজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩ লাখ ৪৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিলেন বলেও জানান মাসুদ রানা।

সারাবাংলা/ইআ

জাল নোট

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর