ইউক্রেনে রুশ বাহিনীর সদর দফতরে পুতিন
১৮ এপ্রিল ২০২৩ ১৩:১৩ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ১৩:৫৫
ঢাকা: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের খেরসনে রুশ বাহিনীর সামরিক সদর দফতর পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) ক্রেমলিন জানিয়েছে, একই সফরে পুতিন লুহানস্কেও রুশ বাহিনীর সদর দফতর পরিদর্শন করেন।
গত বছর ইউক্রেনে যুদ্ধ শুরুর করা পর দেশটির রুশ নিয়ন্ত্রিত এলাকায় এটি পুতিনের দ্বিতীয় সফর।
এই অঞ্চলগুলো মূলত ইউক্রেনের ভূমি, কিন্তু বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন।
ক্রেমলিনের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রেসডেন্ট পুতিন খেরসন অঞ্চলে রুশ বাহিনীর সদর দফতর পরিদর্শন করছেন। পুতিন হেলিকপ্টারে করে সেখানে পৌঁছান এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের কাছ থেকে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।
এরপর রুশ প্রেসিডেন্ট হেলিকপ্টারে করে পূর্বঞ্চলের লুহানস্কে রুশ বাহিনীর সদর দফতরে যান এবং সামরিক কর্মকর্তাদের কাছ থেকে যুদ্ধের খোঁজ খবর নেন।
উভয় জায়গাতেই পুতিন সেনাদের ইস্টারের অভিনন্দন জানান এবং তাদেরকে বিশেষ কয়েন উপহার দেন। রোববার (১৬ এপ্রিল) এই উৎসবটি পালিত হয়েছিল।
গত সেপেটম্বর মাসে রাশিয়া ইউক্রেনের খেরসন, লুহানস্ক, দোনেৎস্ক এবং ঝাপোরিঝিয়া অঞ্চলকে নিজেদের সীমানাভুক্ত করে এক ডিক্রি জারি করে। যদিও বিশ্বের কোনো দেশ এটিকে স্বীকৃতি দেয়নি এবং রাশিয়ার ঘোষণাকে অবৈধ বলে আখ্যায়িত করেছে।
যদিও ক্রেমলিনের প্রকাশিত ও পরবর্তীতে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভশনে প্রচারিত এই সফরের ফুটেজ নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে, চলতি বছরের মার্চে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে রুশ নিয়ন্ত্রিত মারিওপোল অঞ্চল পরিদর্শনে গিয়েছিলেন। গত বছরের মে মাসে মারিওপোল দখল করে নেয় রুশ সেনারা।
আরও পড়ুন: পুতিনের সমালোচকের রাষ্ট্রদ্রোহ মামলায় ২৫ বছরের কারাদণ্ড
সারাবাংলা/ইআ