Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ উপলক্ষে শিমুলিয়ায় চলছে ফেরি, পার হচ্ছে মোটরসাইকেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৩ ১২:১৮ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ১৩:৫২

মুন্সীগঞ্জ: দীর্ঘদিন বন্ধ থাকার পর কুঞ্জলতা ও কলমিলতা ফেরির মাধ্যমে মোটরসাইকেল পারাপার শুরু হয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬টা থেকে প্রতি ৩ ঘণ্টা পরপর একটি করে ফেরি মোটরসাইকেল ও যাত্রী বহন করে ছেড়ে যাচ্ছে।

ঈদুল ফিতর উপলক্ষে শিমুলিয়া ঘাট থেকে ফেরি সার্ভিস শুরু করেছে বাংলাদেশ অভ‍্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। চালক ও আরোহীসহ প্রতিটি মোটরসাইকেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০টাকা।

বিজ্ঞাপন

জানা গেছে, দক্ষিণ অঞ্চলের ২১ জেলার ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরার লক্ষ্যে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে শরিয়তপুরের মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। প্রাথমিকভাবে কুঞ্জলতা ও কলমিলতা ফেরির মাধ্যমে মোটরসাইকেল ও যাত্রী পারাপার শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার শিমুলিয়া ঘাটের ম্যানেজার মো. জামাল হোসেন জানান, শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হওয়া ফেরি সার্ভিস প্রতিদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। দু’টি ফেরি দিয়ে মোটরসাইকেল ও যাত্রী পারপার করা হবে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী দিনের বেলায় ৩ ঘণ্টা পর পর ফেরি ছাড়বে।

তিনি আরও জানান, গত শনিবার বিআইডাব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) আশিকুজ্জামানের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা ফেরিঘাট ও নৌপথের চ্যানেল পরিদর্শন করেছেন। চ্যানেলের নাব্যতা সংকট এরইমধ্যে ড্রেজিং করে নিরসন করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে মিডিয়াম ফেরি কুঞ্জলতা ও কলমিলতা দিয়ে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে।

সারাবাংলা/এমও

ঈদ মোটরসাইকেল শিমুলিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর