পুলিশ কর্মকর্তার বাসায় দগ্ধ গৃহকর্মীর মৃত্যু
১৮ এপ্রিল ২০২৩ ০০:১১ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ১০:৪২
ঢাকা: রাজধানীর শান্তিনগরে এক পুলিশ কর্মকর্তার বাসায় চুলার আগুনে দগ্ধ গৃহকর্মী জান্নাত (১৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
সোমবার (১৭এপ্রিল) বিকেল ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু গৃহকর্মী মারা যায়। তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন মিয়া জান্নাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, শিশু জান্নাত শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের পাশে শ্যামপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আলাউদ্দিনের বাসায় কাজ করতো। ওই বাসাতেই ঘটনাটি ঘটে।
জানা গেছে, রোববার (১৬ এপ্রিল) দুপুরে শান্তিনগরের বাসার রান্নাঘরে কাজের সময় গ্যাসের চুলা থেকে জান্নাতের গায়ে থাকা ওড়নায় আগুন ধরে যায়। এতে সে দগ্ধ হয়। পরে বাসার লোকজনই তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যায়।
ওসি সালাউদ্দিন জানান, শিশুটির বাবার নাম আবু বকর। তাদের বাড়ি চট্টগ্রাম। তাদের পরিবারের সবার সাথে কথা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হবে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম