Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্মসমর্পণ করা ২৮৪ জলদস্যু পেলেন র‌্যাবের ঈদ উপহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৩ ১৫:৪১

বাগেরহাট: মোংলায় আত্মসমর্পণকারী ২৭টি বাহিনীর ২৮৪ জন জলদস্যুদের মাঝে র‌্যাব-৮ এর উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় স্থায়ী বন্দর শিল্প এলাকায় বনবিভাগের ফুয়েল জেটিসংলগ্ন এলাকায় আত্মসমর্পণ বনদস্যুদের হাতে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন র‌্যাব-৮ এর অধিনায়ক মাহমুদুল হাসান এবং উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

ঈদুল ফিতর উপলক্ষে র‌্যাবের মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে আত্মসমর্পণকারী জলদস্যুদের এসব উপহার দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিস, জিরা, মসলা ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী।

এর মধ্যে বাগেরহাট জেলার সাইনবোর্ড এলাকায় ৩০ জন, ভাগা এলাকায় ৯০ জন, মোংলায় ৫৭ জন, খুলনা জেলার জিরো পয়েন্টে ১৯ জন, আঠারো মাইলে ১ জন, তালা বাজারে ৩ জন, শিববাড়িতে ৪ জন, কয়রায় ১৮ জনকে এএসপি মো. রেজাউল করিম এবং সাতক্ষীরা জেলার মুন্সীগঞ্জে ৫৪ জন, সদরকোর্টে ৭ জনকে ঈদ উপহার দেন র‍্যাব-৮ এর এএসপি মোহাম্মদ ফয়জুল ইসলাম।

র‍্যাব-৮ এর এএসপি মোহাম্মদ ফয়জুল ইসলাম জানান, সুন্দরবনে এখন অপহরণ-হত্যা এখন নেই। জেলেদের কষ্টার্জিত উপার্জনের ভাগও কাউকে দিতে হচ্ছে না। প্রধানমন্ত্রীর নেতৃত্ব, দিক নির্দেশনা ও পৃষ্ঠপোষকতা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং র‍্যাবের সক্রিয় অংশগ্রহণে সুন্দরবন আজ জলদস্যু মুক্ত। ভবিষ্যতেও র‍্যাব-৮ এর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ঈদসামগ্রী পাওয়ার পর আত্মসমর্পণকারী বনদস্যু পরিবারের সদস্যরা এ উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিজ্ঞাপন

২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাবাংলা/এমও

আত্মসমর্পণ ঈদ উপহার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর