Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেন দুর্ঘটনা: ঢাকা-চট্টগ্রাম রেল চলাচল সাময়িক বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৩ ২১:০৪ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ২২:৩৮

ঢাকা: কুমিল্লার নাঙ্গলকোর্ট উপজেলার হাসানপুর স্টেশনে দুর্ঘটনায় পড়েছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। স্টেশনে থেমে থাকা একটি কনটেইনারবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিলে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও ছয়টি কোচ লাইনচ্যুত হয়। এতে অর্ধ শতাধিক ব্যক্তি হতাহতের শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে সাময়িকভাবে।

বিজ্ঞাপন

রোববার (১৬ এপ্রিল) সারাবাংলা এ তথ্য নিশ্চিত করেন লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহাবু‌দ্দিন।

তিনি বলেন, ‘নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে মালবাহী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস পেছন থেকে মালবাহী ট্রেনকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, ‌‌‘এখন পর্যন্ত এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এখনও নিহতের খবর পাইনি। উদ্ধারকাজ চলছে।’

হাসানপুর স্টেশনের একজন কর্মচারীর বরাত দিয়ে নাম প্রকাশ না করার শর্তে লাকসাম রেলওয়ের এক কর্মকর্তা বলেন, ‘পয়েন্টিং ভুলের কারণে সোনার বাংলা এক্সপ্রেস মূল লাইন দিয়ে না গিয়ে লুপ লাইনে ঢুকে পড়ে। তখন লুপ লাইনে দাঁড়িয়ে থাকা ৬০১ আপ বিএফসিটি কনটেইনার ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় সোনার বাংলা। ফলে সোনার বাংলার পাওয়ার ৩০১৫ ইঞ্জিন ও কনটেইনার ট্রেনের ৬০১ ব্রেকভ্যান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।’

সারাবাংলা/এসবি/পিটিএম

ট্রেন দুর্ঘটনা ঢাকা-চট্টগ্রাম বন্‌ধ রেল যোগাযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর