Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ওষুধ শিল্পের জন্য ক্ষতিকর কোনো আইন করা হবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৩ ১৯:৫৪

জাহিদ মালেক, ফাইল ছবি

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান কাজ। কাজেই ওষুধের মান আমাদের দেখতে হয়। কিন্তু এ বিষয়ে কোনো আইন ছিল না। ওষুধ শিল্পের জন্য ক্ষতিকর কোনো আইন করা হবে না।

রোববার (১৬ এপ্রিল) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত প্রস্তাবিত ‘ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩: বাংলাদেশ প্রেক্ষাপট ও ভবিষ্যৎ প্রভাব’

বিজ্ঞাপন

শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান কাজ। কাজেই ওষুধের মান আমাদের দেখতে হয়, কিন্তু এ বিষয়ে কোনো আইন ছিল না। আইন না থাকায় আমাদের ন্যাশনাল ল্যাব বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি।’

তিনি বলেন, ‘চিকিৎসা ভালো, কিন্তু ওষুধ খারাপ হলে রোগী খারাপ হয়ে যায়, লোক মারা যায়। সুতরাং এগুলো নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে। মানুষের ক্ষতি হবে, এমন কিছু চলতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘কসমেটিক্সে ক্ষতিকর পদার্থ থাকলে স্বাস্থ্যের বড়ধরনের ক্ষতি হতে পারে, স্কিন ক্যান্সার হতে পারে। এ ছাড়া বিভিন্ন স্থান আক্রান্ত হতে পারে। এ বিষয়গুলো স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেখতে হয়। স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায় থেকে যায়।’

সারাবাংলা/এসবি/পিটিএম

আইন ওষুধ শিল্প স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর