Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রীর স্থায়ী জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৩ ১৯:০৭

ঢাকা: ধামরাইয়ে গরু চুরির অভিযোগের মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের বহিষ্কৃত ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারের স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৬ এপ্রিল) শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানার আদালত এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মাসুদ খান খোকন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন আসামি বাবলী আদালতে হাজির ছিলেন। এ সময় তার আইনজীবী স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।

গত বছর ৩ নভেম্বর ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২ নভেম্বর ভোরে সাভার পৌরসভা এলাকার নয়াবাড়ি থেকে বাবলী আক্তারকে গ্রেফতার করা হয়।

গত ৬ ফেব্রুয়ারি মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও ধামরাই থানার উপপরিদর্শক মো. আশরাফুল ইসলাম আদালতে ছাত্রলীগ নেত্রী বাবলীসহ সাত জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন- মো. হাবুল সরদার, আরিফ হোসেন, রাজু আহম্মেদ, শাহাদাত হোসেন, বাবলী আক্তার, মো. সাইদুল ইসলাম, মো. মোর্শেদ আলী। এছাড়া নাম ঠিকানা না পাওয়ায় পলাতক গরু চোর ও ট্রাক চালকের অব্যাহতির আবেদন করা হয়।

মামলার চার্জশিটে উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৯ অক্টোবর রাত ১০ টার দিকে সাভারের ধামরাইয়ের আব্দুল লতিফ তার দু’টি গরু গোয়াল ঘরে রেখে দরজায় তালা মেরে ঘুমাতে যান। এরপর রাত সাড়ে তিনটির দিকে বাইরে শব্দ শুনতে পান। ঘুম থেকে উঠে দেখেন চার/পাঁচ জন চোর তার দু’টি গরু ট্রাকে তুলে চলে যাচ্ছে। তখন তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন বের হন। ট্রাক থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে আহত হন আসামি হাবুল সরদার। এর পর স্থানীয় জনসাধারণ তাকে আটক করে। আসামি আরিফ হোসেন, রাজু আহম্মেদ, শাহাদাত হোসেন, মো. মোর্শেদ আলী ও পলাতক আসামি শহীদ গরু দু’টি চুরি করে নিয়ে এসে আসামি বাবলী আক্তারের কাছে বিক্রি করে। এর পর আসামি বাবলী অধিক লাভের আশায় গরুগুলো ফের উল্লিখিত আসামিদের মাধ্যমে বেশি দামে অন্যত্র বিক্রি করেন।

বিজ্ঞাপন

জানা যায়, ২০২২ সালে ধামরাইয়ে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। যে ঘটনাগুলোতে ভুক্তভোগীরা মামলাও করেন। এই গুরু চুরির মামলাগুলোর তদন্তে নামে পুলিশ। সেই তদন্তে এই ছাত্রলীগ নেত্রীর সম্পৃক্ততা পাওয়া যায়।

উল্লেখ্য, বাবলি আক্তার সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহসভাপতি। এ ছাড়া তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

সারাবাংলা/এআই/পিটিএম

ছাত্রলীগ নেত্রী জামিন বাবলী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর