নিউ সুপার মার্কেটে আগুনের কারণ খুঁজতে ডিএসসিসির তদন্ত কমিটি
১৬ এপ্রিল ২০২৩ ১৭:৫৪ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৮:১৬
ঢাকা: রাজধানীর নিউ মার্কেটের আওতাধীন নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
রোববার (১৬ এপ্রিল) করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দফতর আদেশের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে করপোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীনকে আহ্বায়ক এবং প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিকে আগামী তিন দিনের মধ্যে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের প্রচেষ্টায় প্রায় ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
সারাবাংলা/আরএফ/আইই