মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
১৬ এপ্রিল ২০২৩ ১৬:৩৩ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৯:৩৯
ঢাকা: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির তিন সদস্যে একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেন।
রোববার (১৬ এপ্রিল) পিটার হাসের বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
সকাল পৌনে ১১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের গুলশানের বাসায় শুরু হওয়া বৈঠক শেষ হয় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম। বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।’
মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান শিলার গণমাধ্যমকে জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন এবং একটি অহিংস রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
সারাবাংলা/এজেড/ইআ