Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ভবন থেকে পড়ে রং মিস্ত্রির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৩ ১৫:৫৮ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৬:০৪

নরসিংদী: নরসিংদীর পলাশে জিনারদী এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে সেন্টু দাস (৫০) নামের এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (১৬ এপ্রিল) ভবনে রংয়ের কাজ করার সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

সেন্টু দাস জিনারদী এলাকার দিনেশ দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় জানান, জিনারদী রেলওয়ে স্টেশনের পাশের একটি নির্মাণাধীন দোতলা ভবনে রং দেওয়ার সময় পরে পড়ে যান সেন্টু দাস। পরে তাকে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইআ

ভবন থেকে পড়ে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর