Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রমজানের সুযোগ নিয়ে ব্যবসায়ীরা চিনির দাম বাড়িয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৩ ১৫:২৭ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৫:৩৫

ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পবিত্র রমজানের সুযোগ নিয়ে ব্যবসায়ীরা চিনির দাম বাড়িয়েছে। সামনে ঈদকে কেন্দ্র করে চিনির চাহিদা বেড়েছে। ফলে চিনির দামে কিছুটা প্রভাব পড়েছে।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে জুট প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের (জেপিবিপিসি) উদ্বোধন শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সম্প্রতি আমরা লক্ষ্য করেছি চিনির দাম একটু ঊর্ধ্বমুখী। আমরা বলেছিলাম চিনির দাম পাঁচ টাকা কমাব। পরবর্তীতে হিসেব-নিকেশ করে দেখা যায়, চিনির তিন টাকা ৫০ পয়সা কমানো যায়। যখনই এটা আলোচনা চলছিল, সে সময় চিনির দাম আবার বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা।’

তিনি বলেন, ‘সামনে ঈদ, যার কারণে বাজারে দাম বেড়েছে। গত ১৫ দিনে বিশ্ব বাজারে চিনির দাম আরও ১০০ ডলার বেড়েছে। যেটা বেড়েছে, সেটা দেশে আসতে আরও এক মাস সময় লাগবে। কিন্তু আপনারা জানেন ব্যবসায়ীরা তো সুযোগ নিয়েই থাকে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আগামীতে বাড়বে জেনে তার আগেই ব্যবসায়ীরা সুযোগটা নেয়। রমজান মাস শেষের দিকে ঈদ সামনে সে জন্য চিনির ওপর একটু প্রভাব পড়েছে। চাহিদা বেড়েছে বলে দাম বাড়িয়েছে। আমরা যে দাম বলেছিলাম, তার থেকে একটু বাড়তি আছে। আমরা চেষ্টা করছি।এতো বিশাল মার্কেট নিয়ন্ত্রণ করা কঠিন তারপরেও আমরা চেষ্টা করছি, নিয়ন্ত্রণ রাখার জন্য।’

মুরগির বাজারের অস্থিরতা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটি আমাদের দেখার বিষয় না, এটি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের। মুরগি, ডিম, বেগুন, আম, এসব কিছু নিয়ে আমাদের কাছে প্রশ্ন করা হয়। মুরগি নিয়ে যখন প্রশ্ন করেন, আমাকে উত্তর দিতে হলে জানতে হবে মুরগির উৎপাদন খরচ কত? সেটা তো আমি জানি না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তাদের কাছ থেকে তথ্য নিয়ে দাম নিয়ন্ত্রণে আনতে আমাদের ভোক্তা অধিকার চেষ্টা করছে। ফলে কখনও কখনও ২০ থেকে ৩০ টাকা কমে আসছে। মূল কথা, প্রাণিসম্পদ মন্ত্রণালয় যদি একটি নিদিষ্ট দাম নির্ধারণ করে দিতে পারতো, তাহলে সুবিধা হতো। তাহলে আমরা চেষ্টা করে দেখতাম কি করা উচিত। কিন্তু এটা নিয়ন্ত্রণ করে তারা। এটা হলো সমস্যা। তবে বিষয়টি দেখতে ভোক্তা অধিকারকে আমরা আবার বলবো।’

সারাবাংলা/জিএস/ইআ

চিনির দাম টপ নিউজ বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর