মুখোমুখি সংঘর্ষে বাস ও পিকআপ ট্রাকের ২ চালক নিহত
১৬ এপ্রিল ২০২৩ ১১:১০
দিনাজপুর: বিরামপুরে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নাবিল পরিবহন ও সবজিবোঝাই পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ গাড়ির চালক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ৭ জন গুরুতর আহত হয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (১৬ এপ্রিল) সকাল সাতটার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিজুল বাজারের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানা পুলিশ পরিদর্শন মমিনুল ইসলাম।
এদিকে দিনাজপুর জেলা প্রশাসক এ ঘটনায় নিহতদের ২৫ হাজার এবং আহতদের ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
নিহত নাবিল কোচের চালকের নাম গোলাম রব্বানী (৩৮)। তিনি দিনাজপুর বীরগঞ্জ উপজেলা কবিরাজ হাট এলাকার আব্বাস আলীর ছেলে। পিকআপ চালকের নাম আজাদ হোসেন, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা নাবিল পরিবহন দিনাজপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা লাউবোঝাই পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই গাড়ির চালক নিহত হন।
আহতদের বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সারাবাংলা/এমও