Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউ সুপার মার্কেটের আগুন নির্বাপণ করা হয়েছে: ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৩ ১১:০০ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৩:২৪

ঢাকা: রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে লাগা আগুন সম্পূর্ণ নির্বাপিত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রোববার (১৬ এপ্রিল) সকাল ৯টায় আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল সকালেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। তারপর থেকেই পুড়ে যাওয়া দোকানগুলো থেকে ধোঁয়া উঠছিল। আজ সকাল ৯টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। আমরা পুলিশের কাছে মার্কেট বুঝিয়ে দিয়েছি। এখন আর আগুনের কোনো আলামত নেই। আমরা সম্পূর্ণ নির্বাপণ করেছি।’

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ওইদিন সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

সারাবাংলা/ইউজে/এমও

নিউ মার্কেটে আগুন নিউ সুপার মার্কেট ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর