Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ এপ্রিল থেকে শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরি চলবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৩ ২২:৩৯ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১২:১১

মুন্সীগঞ্জ: ঈদযাত্রা উপলক্ষে আগামী ১৮ এপ্রিল থেকে শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরি যোগে মোটরসাইকেল পারাপারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি)। প্রতিদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২টি ফেরি দিয়ে মোটরসাইকেল পারপার করা হবে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে, সকাল দিকে ফেরিঘাট ও নৌপথের চ্যানেল পরিদর্শন করেন বিআইডব্লিউটিসি পচিালক (বাণিজ্য) আশিকুজ্জামান।

গত বছরের ২৫ জুন প্রধামন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন।

২৬ জুন সকাল থেকে যান চলাচলের জন্য খুলে দিলে ওই দিন বিকেলে মোটরসাইল নিয়ন্ত্রণ হারিয়ে দুই জন নিহত হন। ২৬ জুন এক নোটিশের পরিপেক্ষিতে ২৭ জুন ভোর ৬টা থেকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকের চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার। সর্বশেষ ৩০ জুন শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরি যোগে মোটরসাইকেল পারাপার করা হয়।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, শনিবার বিআইডাব্লিউটিসি পচিালক (বানিজ্য) আশিকুজাম্মান ফেরি ঘাট ও নৌপথের চ্যানেল পরিদর্শন করে ১৮ এপ্রিল ফেরি চলাচলের কথা জানিয়েছেন।

শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন আরও জানান, ফেরি চলাচলের জন্য চ্যানেলের নাব্যতা সংকট এরইমধ্যে নিরসন করা হয়েছে।

ঈদকে কেন্দ্র করে মোট ২টি ফেরি কুঞ্জলতা ও কেটাইপ ফেরি কুমিল্লা দিয়ে মোটরসাইকেল পারাপার করা হবে। এর মধ্যেই পন্টুন, চ্যানেলসহ যাবতীয় বিষয় প্রস্তুত করা হচ্ছে। এছাড়া মোটরসাইকেলের চাপ বাড়লে ফেরির সংখ্যা বাড়ানো হবে। ঈদ পরবর্তী প্রয়োজন সাপেক্ষে ও নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হবে। শিমুলিয়ায় মোট ৪টি ফেরিঘাটের মধ্যে মোটরসাইকেল পারাপারের জন্য ভিআইপি ৪ নং ফেরিঘাটি ব্যবহার করা হবে। ফেরিতে মোটরসাইকেল পারাপারে ভাড়া নির্ধারন করা হয়েছে ১৫০ টাকা।

বিজ্ঞাপন

বিআইডাব্লিউটিসি পচিালক (বাণিজ্য) আশিকুজ্জামান জানান, এরইমধ্যে এ নৌরুটে চ্যানেল পরিদর্শন করেছি। আশা করি আগামী ১৮ এপ্রির সকাল থেকে এ পথে ফেরি চলাচল করাতে পারব।

তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের ২১ জেলার অধিকাংশ মানুষ ঢাকামুখী। তারা যেন মোটরসাইকেলে ঢাকা থেকে বাড়ি যেতে পারে সেই লক্ষে সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, নিরাপত্তার কারণে দীর্ঘদিন বন্ধ থাকলেও এরমধ্যেই পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচলের অনুমতি দেয় সেতু কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার প্রকল্প পরিচালক শফিকুল ইসলামের স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পদ্মা সেতুর ২২ ও ২৩ এবং ৩৮ ও ৩৯ পিলারের মাঝখান দিয়ে ফেরি সার্ভিস চালানোর অনুমতি প্রদান করে সেতু কর্তৃপক্ষ।

সারাবাংলা/একে

ফেরি মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর