ফাঁকা মাঠে নয়, বিএনপির সঙ্গে খেলেই গোল দিতে চান লিটন
১৫ এপ্রিল ২০২৩ ২২:০৪ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১১:১০
রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া দলটির সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ফাঁকা মাঠে নয়, বিএনপির সঙ্গে খেলেই গোল দিতে চাই। সিটি করপোরেশন নির্বাচনে তিনি বিএনপিকে অংশ নেওয়ারও আহ্বান জানান।
শনিবার (১৫ এপ্রিল) বিকেলে রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। খায়রুজ্জামান লিটনকে মেয়র পদে ফের মনোনয়ন দেওয়ায় দলের সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। তিনি বলেন, ‘খায়রুজ্জামান লিটন রাজশাহী শহরকে বদলে দিয়েছেন। তার অসমাপ্ত কাজগুলো শেষ করতে তাকে মেয়র হিসেবে ফের দরকার। এজন্য তাকেই প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। আমরা এতে উচ্ছ্বসিত।’
সংবাদ সম্মেলনে খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমার সব সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরেই ছেড়ে দিয়েছিলাম। তিনি আমাকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন। মনোনয়ন বোর্ডের সভা শেষে তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে জিতে আসতে বলেছেন। গত পাঁচ বছরে যেভাবে রাজশাহীর উন্নয়ন করেছি, মানুষের সেবা করেছি, তাতে নগরবাসী আমাকে আবারও নির্বাচিত করবেন, সেই বিশ্বাস শহরের মানুষের প্রতি আমার আছে।’
মেয়র প্রার্থী হতে মহানগর আওয়ামী লীগের আরও দুই নেতা দলীয় মনোনয়নপত্র তুলেছিলেন। তারা হলেন— রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার। তাদের এ সংবাদ সম্মেলনে দেখা যায়নি।
দলীয় মনোনয়ন নিয়ে ভেদাভেদ ভুলে সবাইকে নৌকার জন্য কাজ করার আহ্বান জানিয়ে খায়রুজ্জামান লিটন বলেন, ‘প্রত্যাশা যে কারোর থাকতেই পারে। তবে, প্রার্থী ঠিক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারও এখন নৌকার বিরোধিতা করা উচিত হবে না। আমি চাই, সবাই এক হয়েই কাজ করবেন।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম আখতার জাহান, নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাফফর হোসেন, বর্তমান সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু।
সারাবাংলা/পিটিএম