‘আগুনের বিষয়টি নাশকতা কিনা খতিয়ে দেখা উচিত’
১৫ এপ্রিল ২০২৩ ২০:০৯
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, আগুনের বিষয়টি নাশকতা কিনা তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা উচিত। এর জন্য সুষ্ঠু তদন্তেরও প্রয়োজন রয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) বেলা পৌনে ৪টার দিকে নিউ মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে, এদিন ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটের তিন তলায় আগুন লাগে। পরে দুপুর ১২টার মধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষের ১৩ জন আহত হয়েছেন। তাদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিমানবাহিনী, মার্কেটের কমকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি।’
ডিএসসিসি মেয়র বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, গতকালও আগুন লেগেছে, গত পরশুও আগুন লেগেছে। সুতরাং আমি সরকারের উচ্চ মহলের সকলের কাছে অনুরোধ করব বিষয়টি গোয়েন্দা সংস্থাসহ প্রশাসন আরও খতিয়ে দেখবেন। আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি যে, আগুন লাগার সঙ্গে সঙ্গে বিভিন্ন গণমাধ্যম, সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়াতে ব্যপকভাবে গুজব, অপপ্রচার ছড়িয়ে দিতে লিপ্ত হয়েছে। এই থেকে বিরতি থাকার জন্য সকলেই বিশেষভাবে অনুরোধ করছি।’
তিনি বলেন, ‘এখানে ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণ করা হবে। সংশ্লিষ্টদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণে চেষ্টা করব। আপনারা দেখেছেন বঙ্গবাজারে ব্যবস্থা নিয়েছি এবং ব্যবসা চালু হয়েছে। ঈদের আগে এরকম একটার পর একটা ঘটনা আমাদের অন্তত মর্মাহত ও শঙ্কিত করে তুলেছে।’
তিনি আরও বলেন, ‘অনেকেই বলছেন নিউমার্কের ওভারব্রিজ সেতুটি ভাঙার সঙ্গে আগুনের কোনো যোগসূত্র আছে। গত বছর এই ওভারব্রিজ ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এরপরও হকাররা এখানে বসে, মানুষ চলাচল করছে। সেজন্য ওভারব্রিজটা ভাঙা হয়েছে। এটা ভাঙার সঙ্গে আগুন লাগার কোনো সম্পর্ক নেই। এটাকে নিয়ে অপপ্রচারের চেষ্টা করা হয়েছে।’
মেয়র তাপস বলেন, ‘প্রধানমন্ত্রী এই বিষয় আগত রয়েছেন, সবসময় আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন। ফল খুব অল্প সময়ের মধ্যে আগুন নির্বাপণ করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে প্রতিটি দোকানে আগুন নির্বাপণের জন্য ব্যবস্থা রাখতে হবে।’
সারাবাংলা/এআই/পিটিএম