Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের হোতা: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৩ ১৯:৫৯ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ ২২:২১

ঢাকা: আওয়ামী লীগকে অগ্নিসন্ত্রাসের হোতা হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ এপ্রিল) ঢাকা লেডিস ক্লাবে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আখ্যা দেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এ ইফতার মাহফিল আয়োজন করে।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে বলেন, ‘ঘন ঘন আগুন লাগার ঘটনায় বিএনপি জড়িত কিনা, তা খতিয়ে দেখতে হবে।’

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) আবারও দায়িত্বহীনতার পরিচয় দিলেন। প্রধানমন্ত্রী বলে দিলেন যে, এসব আগুন লাগার ঘটনায় বিএনপি জড়িত কি না তা খতিয়ে দেখতে হবে। তিনি তদন্তের আগেই বলে দিলেন। তার মানে তদন্তটি সেভাবেই করতে হবে। এভাবে তারা বিএনপিকে টার্গেট করছে। অথচ আওয়ামী লীগ হচ্ছে অগ্নিসন্ত্রাসের হোতা।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ১৯৭২ থেকে ১৯৭৫— এই তিন বছর দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল। তারা সে সময় একদলীয় বাকশাল কায়েম করেছিল। তারা বাংলাদশকে আবারও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।’

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। জনগণের অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। এরপর জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।’

জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে, ইফতার আয়োজন কমিটির আহ্বায়ক কাদের গণি চৌধুরী ও জেডআরএফের সদস্যসচিব ডা. এ কে এম মাসুদ আক্তার জীতুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নজরুল ইসলাম খান, ঢাবির সাবেক প্রো-ভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, সাবেক কেবিনেট সচিব এ এস এম আব্দুল হালিম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হাই শিকদার, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, এ্যাবের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ঢাবি শিক্ষক অধ্যাপক লুৎফর রহমান, সংস্কৃতি চর্চা পরিষদের সভাপতি আশরাফ উদ্দিন আহমেদ উজ্বল প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।

সারাবাংলা/এজেড/একে

আগুন আগুন সন্ত্রাস বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর