Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রার্থীদের গ্রহণযোগ্যতা বিবেচনা করেই মনোনয়ন দিয়েছি’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৩ ১৮:৫৮ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১১:০১

ফাইল ছবি

ঢাকা: সিটি কর্পোরেশনে ভোটের মাঠে প্রভাবের কথা ভেবেই মনোনয়ন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, অনেক ক্যান্ডিডেট থাকতে পারে, প্রত্যাশী থাকতে পারে, তবে মনোনয়ন তো একজনকে দিতে হবে। সেইসব চিন্তা করেই এ মনোনয়ন দেওয়া হয়েছে। যারা মনোনয়ন চেয়েছে তাদের প্রার্থিতা কতটা গ্রহণযোগ্য হবে সংশ্লিষ্ট এলাকায়; সেটা বিবেচনা করেই আমরা একজনকে বেছে নিয়েছি।

বিজ্ঞাপন

শনিবার (১৫ এপ্রিল) গণভবনের গেটে বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

মনোনয়ন বোর্ডের সভায় রাজশাহী, গাজীপুর, সিলেট, বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র, ৩টি উপজেলা, ৫টি পৌরসভা এবং ৭টি ইউনিয়ন পরিষদের দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রদান করা হয়।  সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সভা শুরুর আগে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ অন্যান্য নেতারা ফুলেল শুভেচ্ছা জানান। এরপর আওয়ামী লীগ সভাপতি সূচনা বক্তব্য দেন।

এর আগে, সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য ৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হয়। ৫ সিটি করপোরেশনের জন্য মোট ৪১ জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনে তিনটিতেই দলীয় প্রার্থী বদল করেছে আওয়ামী লীগ। গাজীপুর, সিলেট ও বরিশালে প্রার্থী বদল করা হয়েছে। রাজশাহী ও খুলনাতে বর্তমান মেয়রকেই মনোনয়ন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পাঁচ সিটিতে ৪১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলেন, এ বিষয়টি ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে কি না- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সবকিছু চিন্তাভাবনা করেই আমরা মনোনয়ন দিয়েছি। কাজেই এখানে কি প্রভাব ফেলবে কি ফেলবে না- প্রভাবের কথা ভেবেই তো মনোনয়ন দেওয়া হয়েছে। আর বেশি চাইলে তো ভালো। অনেক ক্যান্ডিডেট থাকতে পারে, প্রত্যাশী থাকতে পারে মনোনয়ন তো একজনকে দিতে হবে, সেটা প্রভাব ফেলবে কি না, সেইসব চিন্তা করেই এ মনোনয়ন দেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারাবাংলা/এনআর/আইই

ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর