নিউ মার্কেটে আগুন: ফায়ার সার্ভিসের ১৩ সদস্যসহ আহত ৩৩
১৫ এপ্রিল ২০২৩ ১৬:৩৪ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ ১৬:৩৫
ঢাকা: রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের ১৩ সদস্য সহ ৩৩ জন ঢাকা মেডিকেল হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছে। আগুন নিভাতে গিয়ে ধোয়া তারা অসুস্থ হয়ে পড়ে।
শনিবার (১৫ এপ্রিল) সকালে সারে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী আসা শুরু করে।
অসুস্থ হলেন ফায়ার সার্ভিসের সদস্য, রাসেল (২২), শান্ত (২০), তৌফিক (২৩), রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল (২৬), কামরুজ্জামান (২৫), শরিফুল (২৪)।
বিমান বাহিনীর সার্জেন্ট আরাফাত (৩৫), সোহেল রানা (৩৫)। এরমধ্যে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন, রাজিব (৩০) বিজ্জল (২৪), আলমগীর হোসেন (৩৬)।
এ ছাড়া দোকান কর্মী বায়জিদ (২৫), হাসান (২০), ইয়াছিন (২৪), স্বপন(২৩), রিমন (২৮), কামাল হোসেন (৩৩), ফিরোজ আলম (৩০), জিসান (১৮), ফারহান (২০), সাফিন (১৮), দোকান মালিক জীবন (৩০), ইমাম হোসেন আলী (৩৬), জীবন (২২), ভলেন্টিয়ার রিফাত (২৪), ভলেন্টিয়ার জাকির হোসেন (২৭), ভলেন্টিয়ার চান মিয়া (১৮), আনসার সবুজ (২০) এবং এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান (৩৬)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ১৩ সদস্যসহ ৩৩ জন এই পর্যন্ত অসুস্থ হয়ে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে। তারা আগুন নেভানোর সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। এরমধ্যে ১৪ জনকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. বিধান সরকার বলেন, এ পর্যন্ত নিউ সুপার মার্কেটের আগুনের ঘটনায় ১৪ জন বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। এরমধ্যে ফায়ার সার্ভিস কর্মীর সংখ্যা বেশি। এদের সবাই আগুনের ধোয়ায় অসুস্থ হয়েছেন। তাদেরকে আশংকামুক্ত বলা যাচ্ছে না। সবাইকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। ২৪ ঘন্টা পর তাদের বিষয়ে বিস্তারিত বলা যাবে।
প্রসঙ্গত, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে। আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে খবর পেয়ে সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুন লাগার সাড়ে ৩ ঘণ্টা পর সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিটের সদস্যরা অগ্নিনির্বাপণে কাজ করছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সেনা, নৌ, বিজিবি, র্যাব সদস্যরা।
সারাবাংলা/এসএসআর/ইআ