Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিকিট ছাড়া কেউ রেলস্টেশনে প্রবেশ করতে পারবে না: রেলমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৩ ১৫:৩৯ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ ১৬:০৩

ঢাকা: টিকিট ছাড়া কেউ রেলস্টেশনে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে বিমানবন্দর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রেলমন্ত্রী বলেন, ‘টিকিট ছাড়া কেউ যাতে রেলস্টেশনে প্রবেশ করতে না পারে সেদিকে কঠোর নজরদারি করা হবে। ট্রেনের ছাদে কেউ যাতে না উঠতে পারে সেই বিষয়টিও নজরদারি করা হবে। আগের থেকে ট্রেনের কার্যক্রম শৃঙ্খলার মধ্যে আসতে শুরু করেছে। বিমানবন্দর রেলস্টেশন যখন যোগাযোগে হাব হিসেবে তৈরি হবে যাত্রীরা তখন কয়েকগুণ বেশি সুবিধা পাবে।’

বিজ্ঞাপন

নুরুল ইসলাম আরও বলেন, ‘২৩ তারিখে ঈদ হলে ২২ তারিখে ট্রেনের তাৎক্ষণিক টিকিট দেওয়া হবে। এছাড়া ১৭ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত অগ্রিম টিকিটের যাত্রীরা রেলে ভ্রমণ করতে পারবেন।’

অপরদিকে, ঈদ শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার সকাল ৮টা থেকে শতভাগ অনলাইনেই বিক্রি শুরু হয়।

এছাড়া ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

সারাবাংলা/এসজে/এমও

টিকিট রেলমন্ত্রী রেলস্টেশন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর