নিউ মার্কেটের আগুন এখনও পুরোপুরি নেভেনি, বের হচ্ছে ধোঁয়া
১৫ এপ্রিল ২০২৩ ১৫:০৪
ঢাকা: রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। আগুন লাগার সাড়ে আট ঘণ্টা পরেও মার্কেটের বিভিন্ন স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি মার্কেটের কর্মীরাও ধোঁয়া বের হওয়ার স্থানে পানি ছিটাচ্ছেন।
দুপুর আড়াইটা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, নিউ মার্কেটের পেছনের দিকের বিভিন্ন দোকান, ওভার ব্রিজ সংলগ্ন মার্কেটের অংশ এবং মার্কেটের বিভিন্ন এসি এবং সিড়ি দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এসব স্থানে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটাচ্ছেন।
এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে। আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে খবর পেয়ে সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুন লাগার সাড়ে তিন ঘণ্টা পর সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিটের সদস্যরা অগ্নিনির্বাপণে কাজ করছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সেনা, নৌ, বিজিবি, র্যাব সদস্যরা।
সারাবাংলা/জিএস/আইই