Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে হটাতে হবে: খন্দকার মোশাররফ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৩ ১৪:৪২

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশে যেমন অরাজকতা সৃষ্টি করেছিল। আজ তারও চেয়ে দেশে বেশি অরাজকতা সৃষ্টি করেছে আওয়ামী লীগ। দেশ ও জাতিকে বাঁচাতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার আদায়ের জন্য সরকারকে গণ অভ্যুত্থানের মাধ্যমে হটাতে হবে।’

শনিবার (১৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে জাগপা’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দেশে আজ গণতন্ত্র নেই। জনগণের কথা বলার অধিকার নেই। সাংবাদিকদের স্বাধীন ভাবে লেখার অধিকার নেই। সত্য কথা লিখলেই সাংবাদিকদের জেলে যেতে হচ্ছে। অনেক সাংবাদিক আজ জেলে রয়েছে। আর সাগর-রুনির হত্যার বিচার আজও হয়নি। পুলিশ আদালতে তাদের রিপোর্টই জমা দিতে পারেনি। এতেই প্রমাণ হয় সাগর–রুনির কাছে এমন তথ্য ছিল যে, যা প্রকাশ হলে সরকারের চেহারা জনগণের কাছে পরিস্কার হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত মুক্তিযদ্ধের চেতনা আজ ভূলুণ্ঠিত হচ্ছিল। ওই সময় জাগপা প্রধান শফিউর আলম প্রধান প্রকাশ্যে এর বিরোধিতা করেছিলেন। পল্টন ময়দানে জনসভা করে তৎকালীন সরকারের প্রতিবাদ করেছেন। ফলে শফিউল আলম প্রধানের সাথে যারা ছিল তাদেরকে হত্য করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ৭ মার্ডার হয়েছে। দোষ চাপানো হয়েছিল শফিউল আলম প্রধানের ওপর। ওই সময় রক্ষীবাহিনী দিয়ে হাজার হাজার মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছে। কারণ ওইসব মুক্তিযোদ্ধারা তৎকালীন ফ্যাসিবাদী সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত ভাবে প্রতিবাদে নেমেছিলেন।’

বিজ্ঞাপন

বিএনপি’র এই নেতা আরও বলেন, ‘আজও ঠিক সেভাবে এই ফ্যাসিবাদী সরকার র‌্যাব দিয়ে গুম-খুন এবং মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করছে। বিএনপির এমন কোন নেতাকর্মী নেই যে তার বিরুদ্ধে মামলা নেই। গত ১৪ বছর এই ফ্যাসিবাদী সরকার জনগণকে শুধু ধোঁকা দেয়নি, বিশ্বকেও ধোঁকা দিয়েছে।’

জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডভোকেট মোয়াজ্জোম হোসেন আলাল, জাগপার সাধারণ সম্পাদক এস এম সাহাদাৎ হোসেনসহ অনেকে।

সারাবাংলা/এএইচএইচ/এমও

খন্দকার মোশাররফ

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর