Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বউয়ের স্বর্ণ বিক্রি করে মালামাল তুলেছি, এখন আমরা পথের ফকির’

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৩ ১৪:৩৯ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ ১৭:১৯

ঢাকা: করোনার আঘাত কাটাতে না কাটাতে আবারও পড়লাম মহাবিপদে। বউয়ের স্বর্ণ বিক্রয় করে সাড়ে ৫ লাখ টাকা দিয়ে দোকানে মালামাল কিনেছিলাম। গত কাল প্রায় ৬৫ হাজার টাকার মালামাল বিক্রি করেছি। আজ ঘুম থেকে উঠে জানলাম পথের ফকির হয়ে গেছি। কথাগুলো বলছিলেন রাজধানীর নিউ সুপার মার্কেটের নোঙর দোকানের মালিক শফিক রবিন।

শনিবার (১৫ এপ্রিল) ভোরে নিউ মার্কেটে লাগা আগুনে তার দোকান পুড়ে গেছে। এতে বহু ব্যবসায়ীর মতো তিনি নিঃস্ব হয়ে গেছেন বলে দাবি তার।

বিজ্ঞাপন

তিনি বলেন, নিউ মার্কেটে দুই ভাই মিলে দুইটা দোকান নিয়েছিলাম। করোনাভাইরাসের কারণে সব কিছু বন্ধ হয়ে যায়। সেই সময়ের ঋণের টাকা শোধ করতে একটা দোকান ছেড়ে দেই। এরপর আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি। প্রতি ঈদেই ভালো বেচাকেনা হয়। সেজন্য বিভিন্ন জায়গা থেকে লোন করি। মালামাল তুলতে বউয়ের স্বর্ণ পর্যন্ত বিক্রয় করি। এখন আমি কী করে এই টাকা পরিশোধ করব। বিভিন্ন জায়গার ঋণের টাকা কিভাবে পরিশোধ করব। এখন পর্যন্ত আমার দোকানের পাঁচজন কর্মীর বেতন-বোনাস দিতে পারিনি।

তিনি আরও বলেন, কিছুদিন আগে বঙ্গবাজারে আগুন লেগেছিলে। তখন আমরা অনেকেই টাকা দিয়ে তাদের সাহায্য করেছি। এখন আমাদের কে করবে? আমরা যে পথের ফকির হয়ে গেলাম। নিঃস্ব হয়ে গেলাম। নিউ মার্কেট থেকে বাসা অনেক দূরে হওয়ায় ক্যাশ দোকানে রেখে আসি। গতকাল দোকানে প্রায় ২২ লাখ টাকার মতো ক্যাশ ছিল। কিছুই নিতে পারেনি। সব পুড়ে ছাই হয়ে গেছে।

এর আগে, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ মার্কেটের নিউ সুপার মার্কেটের তিন তলায় আগুন লাগে। এরপর তিন ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ, সেনা, বিমান বাহিনী ও বিজিবি ও আনসার সদস্যরাও কাজ করছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/আইই

নিউ মার্কেটে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর