Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুনের ঘটনায় বন্ধ নিউ মার্কেট খুলবে কবে?

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৩ ১৪:১৪ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ ১৪:২১

ঢাকা: শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোর থেকেই ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভেনি। আগুন নেভাতে আরও অনেক সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে আগুন লাগার কারণে পুরো নিউ মার্কেট এলাকার সড়কগুলোতে সব ধরণের যানবাহন বন্ধ রয়েছে। একইসঙ্গে ওই এলাকার মার্কেট ও ফুটপাতে দোকানপাটও বন্ধ রয়েছে। কবে থেকে ফের বেচাকেনা শুরু হবে তাও স্পষ্ট করে বলতে পারছেন না ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

ব্যবসায়ীরা বলছেন, ‘ঈদের আগে শনিবার নিউ মার্কেট এলাকার সব মার্কেট ও ফুটপাতের দোকান থাকত ক্রেতায় সরগরম। অথচ আগুনের ঘটনায় সবকিছু স্তিমিত।’

নিউ মার্কেট এলাকার গাউছিয়া সুপার মার্কেটের ব্যবসায়ী নজরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘সকাল ৯টার দিকে দোকান খোলার কথা ছিল। গতকালই কেবল বেচাকেনা শুরু হয়েছিল, আজ শনিবার ছুটির দিন থাকায় বেশি বিক্রির আশা ছিল। অথচ মার্কেট বন্ধ। কবে খুলবে সেটাও জানি না। আশা করছি মার্কেট তাড়াতাড়ি খুলে যাবে।’

আগুন লাগার কারণে এই এলাকার মার্কেট কতদিন বন্ধ থাকবে সেকথা এখনও জানায়নি প্রশাসন। তবে আজ না খুললেও আগামীকাল সকাল থেকে মার্কেট খুলে যাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিন ইসলাম শাহীন সারাবাংলাকে বলেন, ‘আজ সকালে নিরাপত্তার স্বার্থে নিউ মার্কেট, গাউছিয়া মার্কেট নুর সুপার মার্কেট ও চন্দ্রিমা মার্কেটসহ আশেপাশের সব মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মার্কেট আপাতত বন্ধ থাকবে।’

বিজ্ঞাপন

নিউ মার্কেট এলাকার দোকানপাট কবে নাগাদ সচল হতে পারে সেই আশঙ্কা করেছেন সাধারণ ক্রেতারা। তারা বলছেন, অনেকে ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে পরিবার-পরিজন, আত্মীয় স্বজনদের জন্য নিউ মার্কেট এলাকার বিভিন্ন শপিং মল থেকে কেনাকাটা করতেন। আর মাত্র তিন চার দিন পর ঈদের ছুটি শুরু হবার কথা রয়েছে।

শাহীন ইসলাম নামে একজন ক্রেতা সারাবাংলাকে জানান, তিনি আগামীকাল চাঁপাইনবাবগঞ্জে পরিবারের সদস্যদের পাঠিয়ে দেবেন। আজ এজন্য নিউ মার্কেটে কেনাকাটা করতে এসেছেন। কিন্তু আগুন লাগায় সবকিছু বন্ধ রয়েছে। তিনিও বসে আছেন কখন মার্কেট খুলবে।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু সারাবাংলাকে বলেন, ‘আগুন নিভিয়ে ফেলতে পারলে অন্য মার্কেটগুলো খুলে দেওয়া হতে পারে। যতক্ষণ আগুন নির্বাপণ সম্ভব না হচ্ছে, ততক্ষণ নিরাপত্তার স্বার্থে সব ধরণের মার্কেট বন্ধ থাকবে।’ তবে আগামীকাল সকালে সকল মার্কেট খোলা থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি।

সারাবাংলা/ইউজে/এমও

টপ নিউজ নিউ মার্কেটে আগুন বন্ধ নিউ মার্কেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর