Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুনে পোড়া মার্কেটে দোকান ছিল ১২৭৫টি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৩ ১২:৪১

ঢাকা: ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ঢাকা নিউ সুপার মার্কেটের (দক্ষিণ) ভবনে মোট দোকান ছিল ১২৭৫টি। নিউ মার্কেটের সবচেয়ে বড় এই ভবনে তৈরি পোশাকের দোকান ছিল সবচেয়ে বেশি। তবে তিনতলা বিশিষ্ট এ মার্কেটে কমপক্ষে দুইশ’ ক্যাটাগরির ব্যবসা ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের দেওয়া তথ্যমতে, মার্কেটের তৃতীয় তলায় তৈরি পোশাক, বাচ্চাদের আইটেম, বড়দের প্যান্ট-শার্ট, টি-শার্ট, জিনস আইটেম, গেঞ্জি, থান কাপড়, শাড়ি-লুঙ্গি, ত্রি-পিস, ট্রাভেল ব্যাগ, মানি-ব্যাগ, বেল্ট, ওয়ালেটের দোকান ছিল।

বিজ্ঞাপন

দ্বিতীয় তলায়ও তৈরি পোশাক, গার্মেন্ট আইটেম এবং দক্ষিণ পাশে ক্রোকারিজ, তৈজসপত্রের দোকান আর নিচ তলায় পর্দা, বেডশিট, সিজনাল কাপড়, ঘর সাজানো আইটেম, স্টোভ, মাইক্রোওভেন, কাঁচের জিনিসপত্র, সংসার সাজানো আইটেমের দোকান।

৩ তলা থেকে আগুনের শুরু, ক্ষতিগ্রস্ত হাজারেরও বেশি দোকান

 

বিশাল আকৃতির এই মার্কেট যতটুকু পুড়েছে, তাতে কয়েক শ’ কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, ঈদ সামনে রেখে ১২৭৫টি দোকানে শত শত কোটি টাকার মাল তোলা হয়েছিল। কারণ, ঈদ সামনে রেখে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির লোকজন শুধু কাপড়-চোপড় কেনে না। ঘর সাজানোসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রও কেনে। আর এ কেনাকাটার জন্য তাদের প্রধান পছন্দ ঢাকার নিউ মার্কেট।

বিসমিল্লাহ ক্রোকরিজের সত্বাধিকারী মনির হোসেন সারাবাংলাকে বলেন, ‘এখানে মোট দোকান ১২৭৫টি। কাপড়ের দোকান বেশি হলেও অন্তত ২০০ ক্যাটাগরির ব্যবসা-বাণিজ্য হয় এ মার্কেটে। এর সব কিছুই সাধারণ মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় বস্তু।’

আরও পড়ুন: নিউ মার্কেটে আগুন: দেড় হাজার দোকান ক্ষতির আশঙ্কা

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমও

টপ নিউজ নিউ মার্কেটে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর